• yesterday
ABP Ananda LIVE : হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যোগ্য়-অযোগ্য়দের আলাদা করে আদালতে সন্তোষজনক তালিকা দিতে বারবার ব্য়র্থ হয়েছে SSC. পাশাপাশি, সংরক্ষণ করা হয়নি OMR শিট। রাখা হয়নি OMR-এর স্ক্য়ানড কপিও। উল্টে, OMR নষ্ট করার সময়সীমা তিন বছর থেকে কমিয়ে করা হয়েছিল এক বছর। এইসব ঘটনা পরম্পরাকে সামনে রেখে বিরোধীরা দাবি করছে, প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাওয়ার দায় রাজ্য় সরকার কোনও ভাবেই এড়াতে পারেনা রাজ্য় সরকার। যদিও মুখ্য়মন্ত্রী আজ দাবি করেছেন, যোগ্য়-অযোগ্য় আলাদা করার জন্য় তাঁদের সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি বলেছেন, SSC একটা স্বশাসিত সংস্থা, সরকার এখানে কোনও হস্তক্ষেপ করেনা। পাল্টা বিরোধীদের দাবি, ব্য়াপক হারে দুর্নীতি করে ফেঁসে গিয়ে এখন SSC-র ঘাড়ে দায় ঠেলতে চাইছে সরকার। বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। আজকের এই পরিস্থিতির জন্য় রাজ্য় সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা। 

Category

🗞
News
Transcript
00:00চাল থেকে আলাতা করা জাইনি কাখোর
00:03এই প্রেখা পাটে কুলকাতা হঈকোটে রাই বহাল রেখে
00:06এই সেসি দুহাজা শলোর পুডা পানেল বাতিল করে দিলো সুপ্রিম কর
00:10কিন্তো এই 26,000 চাক্রি বাতিলে দাই কার
00:13স্কুল সার্ভিস কমিষান কি দাই আরাতে পারে? রাজ্য সার্কার কি দাই কটা আরাতে পারে?
00:17স্কুল সার্ভিস কমিষান কি দাই আরাতে পারে? রাজ্য সার্কার কি দাই কটা আরাতে পারে?
00:47প্রাপার্য সার্ভানে না রেখি হাট কপি নসটকোর এ ফালা হোয়ছে তাতপোরঝে পুণ্ডো ভাভে দুহাজা শ্লো শালের ওবযমা শিট এক বচর�
01:17ದಿಟಾ ವಜತತಾರವನಂಬದಾರದಲಹಿಕಾ ದಿಟಾವನಾಂಬದಲಹಿಕಾ, ವಜತತಾರವನಂಬದಲಹಿಕಾಕಲಾದಲಹಿಕಾಕಲನಾನಂಬದಲ�
01:47ಪಾಚಾಜಾರರರಕಾ ಸಾಧಾಜಾರರರ ತಾಲಾ ನಿಷಚಯ ಚಉರಿ ದರನಿತಿ ಟಾಕಾರ ಮಿನಿಮಹಈ ಚಾಕಟಿ ಜದಿ
01:53ತಪಾಚಾಜಾರರರ ದನಿಯಂ ಚಟನಂ ಸಾಗಪರನಿ , ಸಪಾರಾನಿ ನಿಂ ತಪಾಡವರರ ಸದಗತ ಚಮಗರಲ ತಗರಿ ಅಓದ಩ಾವರ ವಿಗಗಪಟಿ
02:23এখন হাজার হাজা শিখাক শিখিকার চাকরি জাবার দাই কি আদো কে উনেবে?
02:28শোভিক মঝুমদা শোমন ঘডায় পিটান চকরপরতির রিপটোর এবিপি আনন্দো
02:33স্থত অনত্য হি শ্ততের খমজো তাই শ্থ সংধানে তাই আমা করানতো অকুতমহে এবেবি পিযানন্দো নতঁ ভাবনার তরতি জা মনে মকতো তত�

Recommended