ABP Ananda Live: চাকরি চুরির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় ২৬০০০ চাকরিজীবীর। এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীর উপর চাপিয়েছেন বিরোধীরা। চুঁচুড়াতেও বিক্ষোভ দেখায় বিজেপি। মিছিল থেকে চাকরি দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
একই সঙ্গে পোলিও, ব্লাড ক্যান্সার! 'ওষুধ কোথায় পাব, খাব কী' সুপ্রিম-রায়ে চাকরি হারা স্বর্ণপদকজয়ী অ্যাথলিট
সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের।
একই সঙ্গে পোলিও, ব্লাড ক্যান্সার! 'ওষুধ কোথায় পাব, খাব কী' সুপ্রিম-রায়ে চাকরি হারা স্বর্ণপদকজয়ী অ্যাথলিট
সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের।
Category
🗞
NewsTranscript
00:30ಅನವಿಗಿಯಾ ಆಕಿ ಭಾಬಿ ಏಬಿ ಭಿಬಿರ ವಿಕಾಶ ಭಾಬನ ಅಭಿಜಾನಗಿರನ ದನದಂ ಮಾರ ಪರಸತಿತಇ ದರಿ ಹಈ ಏಬಿ ಭಿಬಿರ
01:00ತನದಂ ಪರಸತಿತಇ ದನದಂ ಪರಸತಿತಇ ಭಾಬಿ ಭಿಬಿರ ಭಿಗಿಯಾ ಸಾಕಿಯಣಾಂ ದನದಂ ಪರಸತಿತಇ ವಿಗಾಶಿನ ತಧರಿ ಚರ�
01:30ಪರಸತಿತಇ ದನದಂ ಪರಸತಿತಇ ಭಾಬಿ ಭಿಗಿಯಾ ಸಾಕಿಯಣಾಂ ದನದಂ ಪರಸತಿತಇ ವಿಗಿಯಾ ಚರ
02:00ಪರಸತಿತಇ ದನದಂ ಪರಸತಿತಇ ವಿಗಿಯಾ ಚರ
02:30ಪರಸತಿತಇ ವಿಗಿಯಾ ಚರ
03:00ಪರಸತಿತಇ ವಿಗಿಯಾ ಚರ
03:30ಪರಸತಿತಇ ವಿಗಿಯಾ ಚರ