Skip to playerSkip to main contentSkip to footer
  • today
ABP Ananda Live: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিজেপির প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার বাধল হাজরায়। আটক করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। মুর্শিদাবাদ ও মালদার দুর্গতদের জন্য দোকানে দোকানে ঘুরে ত্রাণ সংগ্রহের কর্মসূচি নেয় বিজেপি। অনুমতি না থাকায় তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে শুরু হয় বচসা। সুকান্ত মজুমদারকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপির অন্যান্য নেতা-কর্মীদেরও। অন্যদিকে চাকরি বাতিল ইস্যুতেও চড়ছে রাজনীতির পারদ। এমাসে কি বেতন মিলবে? বেতন পেলেও তা কবে পাবেন? দক্ষিণ দিনাজপুরের প্রায় ৩৩৪টি সরকারি স্কুলে চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা আশঙ্কায় ভুগছেন। তার মধ্যে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারও। তিনি দক্ষিণ দিনাজপুরের সানাপাড়া SSC হাইস্কুলের বটানির শিক্ষক। শিক্ষা দফতর বা DI অফিসের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি চাকরিহারা শিক্ষকদের নিয়ে। এই পরিস্থিতে মাসের ২২ তারিখেও স্যালারি রিকুইজিশন জমা দেওয়া হয়নি। যা সাধারণত ১০ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে অন্যান্যদের বেতনও আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।

Category

🗞
News
Transcript
00:00পুলিশে সংগে বচোশা ভস্তা ধস্তি রাস্তায় বশে বিখোব তেনে হিছ্রে প্রজন ভানে তুলো পুলিশ
00:07মুর্ষিদাবাদ কানে বিজেপির প্রতি বাদো আকান্ত দেজ্ন চাদাতলা ঘিরে মন্গলবার ধুন্দুমার বাদ্ল হাজ্রায়
00:13আটক করাহয় কেন্রেয় শিখা প্রতি মন্চ্য় বিজেপির আজ্য় সভাপতি শুকান্ত মজুন্দার কের
00:43আজেপির মহিলা নিতা করমিরা নাদেরের টেনে হিংচ্রে প্রজন্মানে তলে পুলিশ
01:13নিজেদের মাদে আজ্টা প্রচারের লডাইচোরে
01:43আজেতান্নিয়ে সমস্ষা তোইরি হয়েছে সকুলে
01:45আজেন্মাদে কারোকাছেকোনো অডানে
01:47আজেনে সভারিসালে আপাদো তো ভন্দুয়েচে আজে আজকুষ্টাই আজে আজে পাইসতোটেষ্টাই হয়েকে খয়েড়ে
01:51আজকে কেকো পাইসতাই ইখোয়ায়ালে তো নালো সাভেকে চিন্তিতো তো নুপ্রামিয়াক তো কোডাপ্তে এটাই আখনো জে গোদিতে গোদিত�
02:21দো হাজার আজ শালে রেশেস্তি ছুদো তামন তমন নহায় রেং কোরা উত্তার বংগো জনে দু নামারে নামারে নামারে নামার জককলে পাচ তল
02:51সিখাক দে তার ভিতিতে পেতন পান শিখাকো শিখা কোয় মিরা মুনা গারোয়াল সমিরন পালো অর্নক দ্খপাদ্ধে রেপর্ট এবি পিযান্ন

Recommended