ABP Ananda Live: ওয়াকফ-বিক্ষোভে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির আগুন এখনও নেভেনি। তার মধ্য়েই এবার আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। জঙ্গিপুর, আমতলার মতো এখানেও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। শোনপুর বাজার এলাকায় রাস্তার ওপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে। উল্টে দেওয়া হয় পুলিশের ভ্য়ান। নির্বিচারে চলে দুষকৃতী-রাজ! সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সভায় যোগ দিতে ভাঙড়, মিনাখাঁ থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী, সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। তখন পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়। কিন্তু, বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে।
Category
🗞
NewsTranscript
00:00াকাফ বিখোবে অসান্ত মুর্শিদাবাদ এখন পুরপরি ছান্দা হয়ন্ি
00:09তারমধেই অসান্তির আগন জল্লদ খিন্চ বিশ পর্গনার ভাঙোরে শন্পুরে
00:14জন্গিপুর আমতলার মতো ভাঙোরে হিংশতক চিহারানিলো সান্ষধিত াকাফ আইনের প্রতিবাদ
00:23দপাই দপাই শন্গার্ষো তাতে কাসিপুর্তানার অন্তর করতো সন্পুর বাজার রিতিমতো উত্তাপ্ত পুলিশের পাজ্পাস্চ চি বাইকে উরি
00:53পুলিশের কাডেতিয়াক্ণন পাকান্তীা কান্তান্য সন্তার কান্য়াকে ইকমতেয়াকে এক পুলিশের পাজাজারেকে হাজাজিমতো দীযাক�
01:23গন্ড গল, সিপিএম চাইছে গন্ড গল, কংগ্রেসের একাঁসো চাইছে গন্ড গল, আই এসের অধেস্সংগে আছে, তো এরা তো এই গুলনে ইশু কর্ছে
01:53গল, আইসেফেফ করমি সমোর্থকেরা তাডা কিন্তু জাছেলেন, মিছিলে, কলকাদা পুলিশের পখধেকেকে কোলকাদা পুলিশের, ভাংগোড ডিভিশ�
02:23পুলিশের বাধায়, বেখভ কাডিদের ফিরে জেতে হয়, কিন্তু বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিএ পারে ভাংওরে, তার পারি, অগনি গর�
02:53পাগলা কাডিদে, তুয় চপকার, তুটিদে
02:56পাংগলা জামেলা চায় পাংগলা খাবড চায়
02:59পাংগলা খাভড পাংগলা খাভর