ABP Ananda Live: চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। সেই নিয়ে দুপুরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "বিচারব্যবস্থাকে সম্মান করি। কিন্তু রায় মানতে পারছি না। যাঁরা চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরত দিতে হবে না বলে উল্লেখ রয়েছে রায়ে।" (Mamata Banerjee)
এদিন মমতা বলেন, "বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান আছে। কোনও বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমিও আইনজীবী হিসেবে আমিও মামলা লড়েছি। পেশাদার হিসেবে না হলেও, মানবাধিকার এবং পড়ুয়াদের নিয়ে মামলা লড়েছি। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি বিচারপতিকে সম্মান করেই বলছি, এই রায় মেনে নিতে পারছি না। আমি সমালোচনা না করলেও, রায় নিয়ে মতামত জানাতেই পারি মানবিকতার খাতিরে। আশাকরি বিকৃত করবে না, ভুল তথ্য ছড়াবেন না।" (SSC Case)
এদিন মমতা বলেন, "বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান আছে। কোনও বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমিও আইনজীবী হিসেবে আমিও মামলা লড়েছি। পেশাদার হিসেবে না হলেও, মানবাধিকার এবং পড়ুয়াদের নিয়ে মামলা লড়েছি। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি বিচারপতিকে সম্মান করেই বলছি, এই রায় মেনে নিতে পারছি না। আমি সমালোচনা না করলেও, রায় নিয়ে মতামত জানাতেই পারি মানবিকতার খাতিরে। আশাকরি বিকৃত করবে না, ভুল তথ্য ছড়াবেন না।" (SSC Case)
Category
🗞
NewsTranscript
00:00ಪಲಕಾತಾ ಹಈಕಓಟ ಜಇ ರಾಇ ದಿಯಚಿಲಓ ಮಹಮಾನನಂ ಪದಾನವಿಚಾರಬತಿರ ಬಿಂಗ ಜಾಣಿಯದಿಯಚಿ ಸಿ ರಾಏ ಇಂಟಾರಫಿಯ�
00:30ಬಿಂಗ ಜಇ ರಾಇ ದಿಯಚಿಲಓ ಮಹಮಾನನಂ ಪದಾನವಿಚಾರಬತಿರ ಬಿಂಗ ಜಿ ರಾಇ ಇಂಟಾರಫಿಯಚಿ ಬಿಂಗ ಜಿ ರಾಇ ಇಂಟಾರ
01:00ಬಿಂಗ ಜಿರದಿರತಿರ ಬಿಂಗ ಪದಾನವಿಚಾರಬತಿರ
01:02ಭಔತಿಲ ಹತರ ಚಲಛಟಾರಬಹಿನ ಆರಿಡಮಸಲಯಮಾನ
01:08টাক্রি বাতিল হোযে গালো 14 জন শিখখাকের
01:11চাক্রি হাডি এ চোখে জল ওই সকুলেরি
01:14শিখখা ইপ্সিত আ হাজ্রাল
01:16আতো শিখখাকের চাক্রি চোখে চোলে জারে
01:18মতাই হাদ পোরাছে স্কুর কোটি পখের
01:20জানা কোনো দোশ কারে নি জাদের কোনো জাযগারে নাম নিয়
01:23আজ হটাত কোরে তাদের চাক্রি চোলে জিতে পারে
01:25এটা তে আম্লা খুবি মন্মা হোতো
01:27আম্লা তো যুগ্গো তারে আমাদের চাক্রে কেনো জাবে
01:30প্রশ্টো শেখিকার
01:33চাক্রে গ্যালো সেতাই আপাক্করা বেপার
01:37খারুন আজকে সাডে বাস ক্য়ে মন্মা ভাচ্টে পারে নি
01:40জাডা ডোশ কারই নি, জাডের পথাও নাম নি, কনো লীস্টে নাম নি, তাদের চাক্রে তবড়পরে ছলেজের পারে
01:46আমাদের নাম কোনো দিন কোনো লিস্টে আশে নি
01:49কেযু বলতে পারে না আমাদা টাকা দিয়ছে গুষ দিয়ছে
01:52কোনো রকম সেবিয় লিস্টের বার্ কমেটি ডুপোর্ জে গুরূট সেড়ে তারুন নাম আশে নি
01:57আজকে বলা হোছে 25 হাজারে চাকরি গাছে 25 হাজারে চাকরি জাইনি এটা আমার পরসনাল উপিনিযন সোতের হাজারে চাকরি গাছে
02:04আজকের রায় কি বলা হোছে
02:07যে জাডা টাকা দিলে ছিলো জাডা অন্নাই ভাবে চাকরি পেয সিলো তাদের কে আজকে ফাইনে ফেরো দিতা হবে
02:15তাডা পোরিখারে আর পাটিসপেট হোটে পাডেনা তাল মনেয় প্রুফ যে তাডা টেনটের তলা বাখি আম্রা কি আম্রা তো অন্ টেনটের আম্র
02:45পাটিল হোয়ায় চাকরি হাডা লেন ছত্রিস্ জন
02:48এক ধাকায় আতো শিখাকের চাকরি ছলে জাায় মাথায় হাদ কোত্রি পখ্হের
02:53সপ্রেম নির্ধেশে চাপিশাজার চাকরি বাতিল হারাকার অরজোনপুর হঈস্কুরে ছত্রিস্ জন
03:02जकरी भतिल होय गालो। अरजनपर हाइ स्कुल ए मज शिख्खकेर शङखा शब सोटी जन।
03:07जखाने सुप्रिंकोर्ट राय गोटा पैनल भतिल होय जाबाए चक्री हरालेन 36 जन।
03:32अगमी दिने जे करे होगी स्कुल सचल रखे स्कुल पधन-पधन नर्माल रखार जाप्रान पर्छेस्ट रा हमना करे जाबाए।