ABP Ananda LIVE : 'কীভাবে এক এপিক কার্ডে একাধিক ভোটার ?', প্রশ্ন কল্যাণের। বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে! নির্বাচন কমিশনে গেল বিজেপি, তারপরেই তৃণমূল। অভিযোগ জানিয়ে এল বিজেডিও। যেখানে বিজেপি, সেখানেই কেন ভুয়ো ভোটার? কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল।
Category
🗞
News