ABP Ananda Live: দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটা আসনে জিতেছিল বিজেপি। কিন্তু, দলত্যাগ ও উপনির্বাচনে বিজেপির হারের ফলে, সেই সংখ্যা এখন কমে দাঁড়াল পঁয়ষট্টিতে। তাপসী মণ্ডলের দাবি, বিজেপিতে তাঁকে কাজ করতে দেওয়া হয়নি। উল্টোদিকে শুভেনদু অধিকারীর কটাক্ষ, দাবি, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিদায় নিশ্চিত। "এই ভদ্রমহিলাকে বলুন না, কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের বিধায়ক। বলতে বলুন না, সাহস আছে?"
Category
🗞
News