ABP Ananda LIVE : ফের বিধানসভায় তুলকালাম। মার্শাল ডেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দিলেন স্পিকার। সাসপেন্ড আরও এক বিজেপি বিধায়ক। বিধানসভায় পিএসসি নিয়ে প্রশ্ন হিরণের। অধ্যক্ষ এক্তিয়ার স্মরণ করাতেই প্রতিবাদ। মাইক বন্ধের অভিযোগ। স্পিকারের বিরুদ্ধে স্লোগান। শঙ্কর ঘোষ ও মনোজ ওঁরাওকে বের করে দিলেন মার্শাল। বিধানসভায় বিজেপির বিক্ষোভে ধুনধুমার। মার্শাল জেকে ২ বিজেপি বিধায়ককে বের করে দেওয়ার প্রতিবাদ। বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। ১ মাসে সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক।
Category
🗞
News