ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল পুলিশের। হাইকোর্টের রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড। হাসপাতালে গিয়ে উপাচার্যের সঙ্গেও কথা পুলিশের। VC-র ছেঁড়া পাঞ্জাবি সংগ্রত তদন্তকারীদের। CPM নেতা সৃজন ভট্টাচার্যকে। যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। যাদবপুরকাণ্ডে ঘটনার ফুটেজ নিয়ে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর সৃজনের বাগ্যুদ্ধ অব্যাহত। সৃজন জানিয়েছেন, তাঁর কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে, তা নিয়ে থানায় যেতে বলা হয়েছে। আজ সন্ধেয় যাদবপুর থানায় যাবেন বলে সৃজন জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল! SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, সিপিএম সিপিএমেই আছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI।
Category
🗞
News