ABP Ananda LIVE : শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল! SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, সিপিএম সিপিএমেই আছে। কিন্তু, কোনও ঘটনা ঘটলে সেই ব্য়ক্তির বাড়ির কাছে গিয়ে প্রতিবাদ-বিক্ষোভ-পোস্টার টাঙানো এগুলো কি আদৌ রুচিশীল কাজ? ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI. আগামীকাল ফের দমদমে মিছিলের ডাক দিয়েছে তারা।
Category
🗞
News