ABP Ananda LIVE : যাদবপুরকাণ্ডে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। শিক্ষামন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। একথা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি বলেন, আমি জানতে চাই, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন? এরপরই তাঁর কড়া মন্তব্য, আমি আবার বলছি যে, মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। যাদবপুরের শনিবারের ঘটনায় কেন তিনি পুলিশের গাফিলতি দেখছেন, তাও খোলসা করেছেন বিচারপতি। তাঁর মন্তব্য, যদি এরকম হত যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে ও নিরাপত্তা আধিকারিকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকরা আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন, তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু এখানে সেটা হয়নি। অন্য়দিকে, যাদবপুরের আন্দোলনরত ছাত্রছাত্রীরা। প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্য়ালয় কেন এখনও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR করল না?
Category
🗞
News