• 2 days ago
ABP Ananda LIVE: বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে!  নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনিনথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা

Category

🗞
News

Recommended