Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/21/2020
জলহস্তী আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পানিতে নেমে জলজ উদ্ভিদ খায়। জলহস্তীরাও অনিয়ন্ত্রিত শিকার এবং চোরাশিকারের কবলে পড়ে। মে ২০০৬ সালে, জলহস্তীকে আইইউসিএন লাল তালিকায় একটি সংকটাপন্ন প্রজাতি হিসেবে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন চিহ্নিত করে ছিল। তখন জলহস্তীর মোট সংখ্যা ছিল ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ এর মধ্য আনুমানিক সংখ্যা ৭% থেকে ২০% পর্যন্ত কমেছে। ভিডিওটি ধারন করা হয়েছে মিরপুর, ঢাকা চিড়িয়াখানা থেকে।

Category

🐳
Animals

Recommended